22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিপিএলের মাঝেই দলবদল করলেন সাকিব 

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক আর আলোচনার কমতি নেই। তারপরেও দেশের সেরা ক্রিকেটার তিনি। তার দিকে সবসময়ই আছে বাড়তি নজর। রাজনীতি থেকে খেলার মাঠ, সাকিবের প্রতিটি পদক্ষেপই যেন আলোচনায়। বিপিএলে আজ (বুধবার) সন্ধ্যায় দেশসেরা এই অলরাউন্ডার নামবেন কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে। যেখানে হারলেই বাদ যাবে তার দল রংপুর রাইডার্স।

তবে এরমাঝেও নিজের দলবদল সেরে নিয়েছেন সাকিব। বিপিএল না, দল বদল করেছেন ডিপিএলে। ঘরোয়া ক্রিকেটের প্রেস্টিজিয়াস আসর ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে নতুন ঠিকানায় যাচ্ছেন সাকিব। তিন বছর মোহামেডানে পার করার পর সাকিবের এবারের ঠিকানা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অভিজাত পাড়ার এই ক্লাবের হয়ে এবারের ঘরোয়া মৌসুম পার করবেন সাকিব।

সাকিব শেখ জামালে যাচ্ছেন, এটা জানা গিয়েছিল ডিসেম্বরেই। এক অনুষ্ঠানে ঘটা করেই জানিয়েছিলেন দল বদল করার খবর। আজ বুধবার অনলাইনে শেখ জামালের খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। একইদিনে সাকিবের মত অনলাইনে নিজেদের দলবদল সেরেছেন ইয়াসির আলী, রিপন মণ্ডল ও টিপু সুলতানও।

২০২০ সালে কাগজে কলমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। যদিও তাকে সে অর্থে পায়নি ক্লাবটি। ২০২০-২১ মৌসুমে মোহামেডানের হয়েই খেলেছেন তিনি। পরের মৌসুমে চুক্তি থাকলেও মোহামেডান সুপার সিক্সে উঠতে না পারায় সাকিব খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে। পরের মৌসুমে অবশ্য খেলেছেন মোটে চার ম্যাচ।

আগামীকাল শেষদিনে দলবদল করতে পারে আরও তিন দল। আবাহনী, মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড় নিবন্ধন শেষ হবে কাল। এছাড়া আজ প্রাইম ব্যাংকের হয়ে দলবদল করেছেন কয়েকজন। গতবারের মতো এবারও সেখানে খেলবেন দেশের ক্রিকেটের আরও দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার থাকছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন সংস্করণের সিরিজ থাকায় জাতীয় দলের তারকা ক্রিকেটারদেরও শুরুতে পাওয়া যাবে না। শ্রীলঙ্কা আসবে আগামী ১ মার্চ। লিগ শুরু হওয়ার কথা আগামী ৯ মার্চ।