23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

দুই অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত, গুরুতর আহত ৩

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ময়নাবাজার এলাকায় দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মহাশস্ত্র গ্ৰামের ময়নাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রাজু মিয়া (২১) ও যাত্রী নাঈম মিয়া (২৯)। তাদের বাড়ি রাজনগর উপজেলায়। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।