21 January 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে দেওয়াল পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

Share


স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজার পৌর শহরের সুলতানপুরে দেওয়াল পড়ে বিথী আক্তার (১২) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পূর্ব সুলতানপুর ঘটনাটি ঘটে। বিথী ঐ এলাকার বাদশা মিয়ার মেয়ে। সে মৌলভীবাজার আলী আমজাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, দীর্ঘদিন থেকে বাদশা মিয়া পূর্ব সুলতানপুর এলাকার সায়রা বেগমের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বিকেলে বাসার পাশে লাল সবুজ সৈয়দ আশরাফ আলী হাউসিং এর একটি নির্মানাধীন ভবণের দেওয়াল পড়ে তার বিথীর মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।