22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১

Share


স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জনি হায়দার নামের এক জনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ওয়াপদা সড়কের বনবিথী এলাকাশ এই ঘটনাটি ঘটে।

নিহত জনী হায়দার (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, দুপুরে মোটরসাইকেল চালিয়ে জনী শহরের কোর্ট এলাকায় আসার পথে ওয়াপদা সড়কের বনবিথী এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।