23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে শ্রমিক কল্যাণের শীতবস্ত্র বিতরণ

Share


স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার পৌরসভার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
০২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার পৌরসভার সভাপতি মো: আলখাছ উর রহমান, সহ সভাপতি মোন্তাকিম আহমদ, শ্রমিক নেতা আলমঙ্গীর হোসাইন, মোজ্জাম্মেল হোসাইন ও আকিল আহমদ।
সভাপতির বক্তব্যে আলখাছ উর রহমান বলেন, শীত বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগ বাড়ছে। এতে দূর্ভোগে পড়েছেন হতদরিদ্র অসহায় মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষদের দূর্দশা বহুলাংশে বেড়েছে। তারা হাড়ভাঙ্গা পরিশ্রম করেও পরিবারের মুখে ঠিকমতো আহার তুলে দিতে পারছেনা। শীত নিবারণ করবে কীভাবে। তাই আমাদেরকে সমাজের অসহায় হতদরিদ্র শ্রমিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। এই শীতে তাদের শীত নিবারণে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

বার্তা প্রেরক:
আলখাছ উর রহমান
শ্রমিক কল্যাণ ফেডারেশন
মৌলভীবাজার পৌরসভা