স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার সালামি টিলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি সেমি পাকা ঘর পুড়েছে। বুধবার রাতে মাতারকাপন গ্রামের মো: আবুল কালাম আজাদ এবং মো: নুরুল ইসলামের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় ঘর তালাবদ্ধ থাকায় এবং বাড়িতে কোনো লোকজন না থাকায় আগুন লাগার কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল, হাঁস মুরগি ও ঘর পুড়েছে।
ঘরের মালিক নুরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের সময় আমরা পারিবারিক কাজে শহরে ছিলাম। যার কারণে মানুষের কোনো ক্ষতি হয়নি। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার হৃদয় আহমদ বলেন, সট সার্কিট থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ৮ লক্ষ টাকা মূল্যের মালামাল রক্ষা করেছি।