21 May 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৬

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজার সদর উপজেলার দূর্লভপুর এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী লোকাল বাস দুর্লভপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং ৬ জন আহত হন।

নিহতরা হলেন, শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। দুজনের বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়।

আহতদের মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।