23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো হিজবুল্লাহ

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি অবৈধ বসতিতে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ওই হামলায় লেবানন সীমান্তবর্তী কাফার ইউভাল নামক এলাকায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ৭০ বছর বয়সী এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। হামলার কারণে প্রচণ্ড ভয় পাওয়ায় অপর এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর এ হামলার জবাবে লেবাননে তারাও পাল্টা হামলা চালিয়েছে।

তারা দাবি করেছে, এই হামলায় হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার, একটি সামরিক স্থান ও অন্যান্য অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, রোববার হিজবুল্লাহ মিসগাভ আম এবং গোরেনে রকেট হামলা চালিয়েছে। তবে সবগুলো রকেটই উন্মুক্ত স্থানে পড়েছে বলে দাবি করেছে তারা।

কাফার ইউভাল ছাড়াও জারি’ত এবং সোমেরাতেও হিজবুল্লাহ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। ওই দুটি এলাকায় কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়টি জানায়নি সংবাদমাধ্যমটি।

এর আগে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, গতকাল শনিবার লেবানন থেকে ইসরায়েলে ঢোকার চেষ্টা চালিয়েছিল হিজবুল্লাহর চার সদস্য। কিন্তু তাদের রুখে দেওয়া হয় এবং ওই চারজনকেই হত্যা করা হয়। ওই সময় হিজবুল্লাহর হামলায় পাঁচ সেনা আহত হন।

সূত্র: টাইমস অব ইসরায়েল