

ফটোনিউজডিবি ডেস্ক:
বিপিএলকে সামনে রেখে গতকাল সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। নিয়মিতই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আসছেন টাইগার এই অধিনায়ক। আজ মঙ্গলবারও এসেছিলেন মিরপুরের মাঠে অনুশীলন করতে।
তবে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা তামিম আবারও চোটের থাবায় আক্রান্ত। ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে বোলার তাসকিন আহমেদের বলে আঙুলে চোট পেয়েছেন তামিম। তবে জানা গেছে তেমন গুরুতর কিছু হয়নি টাইগার ওপেনারের।
অনুশীলন চলাকালে তাসকিনের একটি বল এসে তামিমের বাম হাতের তর্জনি আঙুলে আঘাত করে। পরে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেছেন। পরবর্তীতে নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে। ধারণা করা হচ্ছে খুব একটা গুরুতর কিছু নয়।