ফটোনিউজবিডি ডেস্ক:
ঢাকায় সফররত কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপির একটি টিম। বিএনপির পক্ষে থেকে ওই টিমের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় এ বৈঠক শুরু হয়ে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলে। বৈঠকে কমনওয়েলথের ১০ সদস্য দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিতি ব্রুস গোল্ডিং। আর বিএনপির পক্ষ থেকে ৬ জন অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে।