23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

কোচিং প্যানেলের চারটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পরই বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে বড় রদবদলের আভাস মিলেছিল। বিশেষত প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে—সহ দুয়েকজন বাদে প্রায় পদে নিয়োজিতদের মেয়াদ ফুরিয়ে যায়। ফলে সেসব পদে নতুন করে নিয়োগ দেওয়া প্রয়োজন। এবার সবমিলিয়ে কোচিং প্যানেলের চারটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল বছর ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন কোচিং স্টাফের কয়েকজন সদস্য। বিশেষ করে তাদের মধ্যে আছেন— পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর। এরপর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও চুক্তি নবায়ন না করার কথা জানা যায়। বিসিবির বিজ্ঞপ্তিতে এবার সেসব ফাঁকা স্থান পূরণের কথা বলা হয়েছে।

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত বাংলাদেশের ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নিক লি, তার বদলে এবার নতুন কাউকে চায় বিসিবি। এছাড়া দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জাতীয় দলের জন্য ব্যাটিং ও বোলিং কোচও খুঁজছে। তবে আলাদা করে স্পিন বোলিং কোচের কথা উল্লেখ করেনি বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন মহসিন শেখ। ওই সময় বলা হয়েছিল– ভালো করলে তাকে স্থায়ী করা হবে। কিন্তু সে পদেও নতুন কাউকে নিয়োগের কথা জানা গেছে। এসব পদে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে আগামী ২০ জানুয়ারির মধ্যে।