23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশের নামে শশ্মানে রূপান্তর হবে

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনের উপলক্ষ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণা ‘বাংলাদেশ শশ্মানে’ রূপান্তর হবে বলে মন্তব্য করেছে ১২ দলীয় জোটের নেতারা।

তারা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনী প্রতারণার ফাঁদপাতা শুরু করেছে। আওয়ামী লীগের সেই পুরনো ইশতেহারে জনগণের ১০ টাকা কেজি চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি আজ কোথায় গেল? ঠিক তেমনি এবার ক্ষমতায় এলে স্মার্ট বাংলাদেশ ঘোষণা শশ্মান বাংলাদেশে রূপান্তর করবে তারা।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে মালিবাগ, শান্তিনগর, কাকরাইল এলাকায় অসহযোগ আন্দোলনের সমর্থনে ১২ দলীয় জোটের নেতারা গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে এসব বলেন।

জোটের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে ঋণ করে ঘি খায় আর দেশের বাইরে অর্থ পাচার করে। তাই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার মানে স্মার্ট বাংলাদেশের নামে শশ্মান বাংলাদেশ।

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, জনগণ শেখ হাসিনার অধীনে ৭ তারিখের ভোট বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মানুষ এখন শেখ হাসিনার পদত্যাগের সিদ্ধান্ত জানতে চায়।

সেলিম বলেন, সরকারের এখনও সময় আছে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার। অন্যথায় গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলার জনগণ পদত্যাগ করতে বাধ্য করবে।

প্রচারপত্র বিলির সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ প্রমুখ।