স্টাফ রিপোর্টার
জুড়ীর বাহাদুর পুর চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন কান্তি বিশ্বাস এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি বাতির খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইদুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক
এডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অরুন কান্তি বিশ্বাস, বাহাদুরপুর চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকুমার কৈরী, এডভোকোট বিধান দে, ইউপি সদস্য আজাদ মিয়া, বাহাদুরপুর মোহাম্মদিয়া মাদ্রাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, কাপনা পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার দেবনাথ, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক ফরমান আলী, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী আমজাদ হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সুলতান আহমদ, আহমদ আলী কালা, নক্ষত্র ইয়াং সোসাইটির সাবেক সভাপতি কামরুল ইসলাম, একতা যুব সংঘের সভাপতি কাউছার আহমদ জোসেফ ও সাধারণ সম্পাদক ল রেদওয়ান হোসেন।
১৯৮৫ সাল থেকে শিক্ষক অরুন কান্তি বিশ্বাস এ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।বিগত কিছুদিন পূর্বে বিদ্যালয় টি সরকারিকরণ হওয়ার পূর্ব পর্যন্ত নামেমাত্র বেতনে ৩৫ বছর শিক্ষকতা করেন এই শিক্ষক।