23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারের ৪টি আসনে লড়বেন ২২প্রার্থী: প্রত্যাহার ৩, বাতিল ২

Share

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে লড়ছেন ২২ প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার ৩জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং জাতীয় পার্টির ২জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। ৪টি আসনের মধ্যে ১, ৩ ও ৪ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নৌকার প্রার্থীর বিজয় অনেকটাই নিশ্চিত। তবে কঠিন ঘাম ঝরাতে হবে মৌলভীবাজার-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী’কে। তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম শফি আহমদ সলমান।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, মৌলভীবাজার-২ আসনে মো: বদরুল ইসলাম (জাসদ), মৌলভীবাজার-৪ আসনে মো: নজরুল ইসলাম (স্বতন্ত্র) ও জাতীয় পার্টির মো: মস্তান মিয়া। এদিকে দলীয় চুড়ান্ত মনোনয়ন না পাওয়ায় জাতীয় পার্টির মৌলভীবাজার-২ আসনের মো: মাহবুবুল আলম ও মৌলভীবাজার-৩ আসনের রুহুল আমীন এর প্রার্থীতা বাতিল করা হয়েছে।
চুড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১ আসনে বর্তমান এমপি মো. শাহাবুদ্দিন (নৌকা), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম এবং তৃণমূল বিএনপির মো: আনোয়ার হোসেন (সোনালী হাঁস)।
মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুল মতিন, তৃণমূল বিএনপি থেকে সোনালী হাঁস প্রতীকে এম এম শাহীন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু এবং ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব ও জাতীয় পার্টি’র লাঙ্গল প্রতীকে আব্দুল মালিক।
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান, জাসদের মশাল প্রতীকে আব্দুল মোছাব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ ও এনপিপির আবু বক্কর।
মৌলভীবাজার-৪ আসনে বর্তমান সাংসদ সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ (নৌকা), ইসলামি ঐক্যফ্রন্টের আ. মুহিদ হাসানী এবং ইসলামিক ঐক্যজোট মো: আনোয়ার হোসাইন।