ফটোনিউজবিডি ডেস্ক:
আজ ১৬ ডিসেম্বর। সারাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এই দিনটিতে দেশে নেই জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন শান্ত-সৌম্যরা। বিদেশ বিভূঁইয়ে থেকেও বিজয় দিবস উদযাপন করছেন শান্ত-সৌম্যরা।
বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন। বিদেশি কোচদের অবশ্য দেখা যায়নি এই ফটোশুটে।