27 July 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বাবার হাত ধরে হাঁটা ছেলেটির প্রাণ গেল অটোরিকশার ধাক্কায়

Share

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরাই গ্রামের তিন বছর বয়সী তালহা বাবার হাত ধরে বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছিল। আকষ্মিক দ্রুতগতিতে ছুটে চলা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় শিশুটি। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা বার বার মুর্ছা যাচ্ছেন।

ঘটনাটি গতকাল রোববার (১০ ডিসেম্বর) বিকেলে উত্তর জাঙ্গিরাই এলাকা ঘটে। নিহত তালহা ওই এলাকার বাসিন্দা মোস্তাকিন হোসেন ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। মোস্তাকিন স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেন।

স্বজনেরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মোস্তাকিন ছেলে তালহাকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা তালহাকে ধাক্কা দেয়। এতে সে রিকশার পেছনের চাকার নিচে পড়ে যায়। পরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তালহা মারা যায়। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উত্তর জাঙ্গিরাই মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তালহার বাবা মোস্তাকিন হোসেন কেঁদে কেঁদে বলেন, ‘স্কুল থেকে ফেরার পর ছেলেটা বেড়ানোর বায়না ধরেছিল। রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। সে আমার আঙুলে ধরে ছিল। হঠাৎ অটোরিকশা এসে ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিল। সব শেষ হয়ে গেল। রিকশা ছেলেটাকে কেড়ে নিল।’

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনাটির কথা তাঁরা শুনেছি। নিহত শিশুর পরিবার এ বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।