23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

পিসিবির কমিটিকে প্রধানমন্ত্রীর তলব 

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

পাকিস্তান ক্রিকেট নিয়ে চলমান নাটক যেন শেষই হচ্ছে না। দেশটির ক্রিকেটে সংস্কার প্রক্রিয়া নিয়ে চলছে বিভিন্ন আলাপ-আলোচনা। কোচ-অধিনায়ক থেকে শুরু করে ডিরেক্টর পদেও এসেছে পরিবর্তন। আবার অধিনায়ক বদল প্রসঙ্গে আছে নানা মুনির নানা মত। সবমিলিয়ে বিশ্বকাপ ব্যর্থতার পরেও স্থিরতা নেই ম্যান ইন গ্রিনদের।

এরইমাঝে আজ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির ডাক পড়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের বাড়িতে। দেশটির গণমাধ্যম ইন্টারন্যাশনাল দ্য নিউজ জানিয়েছে এই খবর। তাদের খবরে বলা হয়েছে, পিসিবি প্রধান জাকা আশরাফ এবং অন্যান্য বোর্ড পরিচালকদের প্রধানমন্ত্রীর সঙ্গে সূচি নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটারদের বিশেষ কিছু ক্ষেত্রে খেলার উন্নয়ন সম্পর্কে অবহিত করতেই মূলত প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি কর্তারা। এছাড়া বেশ অনেকটা দিন ধরেই প্রধানমন্ত্রী কাকারের সঙ্গে দেখা করতে আগ্রহী ছিলেন জাকা আশরাফ। একইদিনে পাকিস্তান ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলাপ হতে পারে।

নিয়োগের এক দিন পরই বাটকে সরিয়ে দিলো পিসিবি
পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত
আবরারের বদলি ঘোষণা করল পিসিবি

বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক ইভেন্টে জাতীয় দলের পারফরম্যান্সও আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয় (আইপিসি) ইতিমধ্যেই ১০ ফেব্রুয়ারির আগে পিসিবি নির্বাচন পরিচালনার জন্য শাহ খাওয়ারকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছে।

এছাড়া ২০১৪ সালের পিসিবি গঠনতন্ত্রের কিছু ধারা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। দ্য নিউজ আরও জানায়, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলার বিকাশ ঘটাতেও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। এমনকি বেলুচিস্তানের নতুন অ্যাভিনিউ নিয়েও আলাপের সুযোগ থাকছে বলে জানায় গণমাধ্যমতি। যদি সোমবার ঠিক কখন দুই পক্ষের বৈঠক হবে, তা এখনও নিশ্চিত না।