22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মুশফিককে নিয়ে প্রতিবেদন, যা বললেন পাপন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

সদ্য সমাপ্ত ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অবস্ট্রাকট দ্য ফিল্ড হয়েছিলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ একজন ক্রিকেটারের থেকে এমনটা অপ্রত্যাশিতই। এ ঘটনার সঙ্গে ফিক্সিং জড়িত থাকতে পারে এমন অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করে দেশের এক টিভি চ্যানেল।

মুশফিককে নিয়ে করা এমন প্রতিবেদন নিয়ে মিরপুরে আজ গণমাধ্যমকে পাপন বলেন, ‘একটা সময় ছিল মিথ্যা তথ্য দিলে মানুষ বেশি খেত। আপনারা তো সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন। এমন মিথ্যাচার করতে করতে মানুষ কিন্তু এখন উল্টো কথাও বলছে…এরা তো ক্রিকেটকে ধ্বংস করতে নেমেছে! এই জিনিসটাই আমরা চাচ্ছি। মানুষ জানুক, তারপর বিসিবির যা করার তা তো করবেই।’

মুশফিক এ ঘটনায় আজ আইনি নোটিশ পাঠিয়েছেন সেই টিভি চ্যানেলকে। এ ইস্যুতে বিসিবি কিছু করবে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা কী করছি না করছি, জানতে পারবেন। ভিক্টিমের (মুশফিক) কাজটা ভিকটিম করেছে। ভিক্টিম যতক্ষণ কিছু না করে, আমাদের কিছু করার নেই। যদি আমাদের কেউ কিছু না জানায়, তাহলে আমাদের কিছু করার থাকে না। মুশফিক একটা পদক্ষেপ নিয়েছে, এখন বিসিবি যা করার করবে।’

বিশ্বকাপের আগে দলের সঙ্গে হাথুরুসিংহের ছেলেকে নিয়েও অনেক কথা হয়েছিল। সে বিষয় নিয়ে পাপন বলেন, ‘হাথুরুসিংহের ছেলে আমাদের এখানে ইন্টার্নশিপ করতে এসেছিল। অনেক দিন ধরেই যে কয়টা বিষয় দেখেছি, সব ডাহা মিথ্যা।’