ফটোনিউজবিডি ডেস্ক:
অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি আসর বিগ বিশ লিগের (বিবিএল) আগামী আসরে খেলবেন না আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। পিঠের ইনজুরির কারণে আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স জানিয়েছে, ‘ছোট অস্ত্রোপচারের কারণে বিগ ব্যাশের আগামী আসর থেকে নাম প্রত্যাহার করেছেন রশিদ খান।’
বিবৃতিতে দলের ম্যানেজার টিম নিয়েলসেন লিখেছেন, ‘রশিদ স্ট্রাইকার্সের অত্যন্ত প্রিয় একজন সদস্য এবং ভক্তদের কাছেও সে প্রিয়। রশিদ আমাদের সঙ্গে সাত বছর ধরে আছে। এই গ্রীষ্মে তাকে আমরা সবাই খুব মিস করব।’
তিনি আরও লিখেন, ‘রশিদও অ্যাডিলেড স্ট্রাইকার্সকে খুব ভালোবাসে, আমরা জানি সে বিগ ব্যাশ খেলতে কতটা ভালোবাসে। কিন্তু দীর্ঘদিন ক্রিকেট খেলার জন্য তার চোটের চিকিৎসা করাতে হবে। এই সময়ে আমরা তার পাশে আছি।’
২০১৭ সালে বিগ ব্যাশে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬৯ ম্যাচে ১৭.৫১ গড়ে ও ৬.৪৪ ইকোনমিতে রশিদ নিয়েছেন ৯৮ উইকেট। রশিদের আগে একটানা খেলার ধকল কমাতে বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মেলবোর্ন স্টার্সের ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক।