23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

যেকোনো মূল্যে মতিঝিল শাপলা চত্বরেই সমাবেশ করবে জামায়াত

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

পুলিশ অনুমতি না দিলেও যেকোনো মূল্যে মতিঝিল শাপলা চত্বরেই সমাবেশ করতে অনড় অবস্থানে জামায়াতে ইসলামী। সমাবেশে সফল করতে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার মধ্যে শাপলা চত্বরে নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দলটির ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শাপলা চত্বর থেকে একদিকে দৈনিক ইত্তেফাক মোড়, মতিঝিল সিটি সেন্টার, অন্যদিকে ফকিরাপুল পর্যন্ত জায়গাজুড়ে মহাসমাবেশ হবে।

এদিকে, সমাবেশ সফল করতে ইতোমধ্যে জামায়াতের অসংখ্য নেতাকর্মী মতিঝিলের আশপাশে অব্স্থান করছেন। এর মধ্যে কয়েকশ’ নেতাকর্মী শাপলা চত্বরের দক্ষিণ পাশে জড়ো হওয়া চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জামায়াতের নেতাকর্মীরা জানান, দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন সমাবেশের বিষয়ে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিক অনুমতি পেলে সমাবেশস্থলে প্রবেশ করবেন তারা।

এর আগে, শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে জানান, ২৮ অক্টোবর জামায়াতের ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। অনির্বাচিত ও অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে।

‘এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সরকারি-বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কেউ কান দেবেন না।’

বিবৃতিতে কোনো মানুষকে ভয় না করে শুধুমাত্র আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।