23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিএনপি নেতা খোকন আটক

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে তার স্ত্রী শিরিন সুলতানার বরাত দিয়ে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

দিদার জানান, বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেষ্টুরেন্টের বিল্ডিংয়ের তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করেছে বলে রাত আড়াইটায় খোকনের স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা তাদের জানান।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, খায়রুল কবিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পল্টন থানায় নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।