ফটোনিউজবিডি ডেস্ক:
হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিরতিহীন বিমান হামলা চলছেই। দিনে-রাতে সমান তালে গাজায় বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধ বিমান।
রোববার দিবাগত রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশু–নারীসহ অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে সোমবার এক বিবৃতি জানিয়েছে হামাস।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার রাতে জাবালিয়া শরণার্থী শিবিরকে লক্ষ্য করে সবচেয়ে তীব্র হামলা চালানো হয়। সেখানে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। উত্তর গাজার একটি হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেই শিশু।
রাফাতে, গত রাতে অন্তত পাঁচটি আবাসিক ভবন ইসরায়েলি বিমানের হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জরুরি পরিষেবা সংস্থাগুলো জানিয়েছে, রোববার রাতে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও অনেককে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে সোমবার সকালে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার কাছে জালাজোন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুইজন ফিলিস্তিনি নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে।
ইসরায়েলি সেনারা গ্রেপ্তারের লক্ষ্যে শরণার্থী শিবিরটিতে প্রবেশ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ অভিযানে ২০ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একজনকে ফেসবুকে ফিলিস্তিনের সমর্থনে পোস্ট করার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দাদের গাজার সঙ্গে ‘সংহতি’ প্রদর্শন না করার জন্য সতর্ক করে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে বলা হয়েছে, ‘এটিকে অন্য আরেকটি গাজা হতে দেবেন না।’ সেই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, হামাস বা পশ্চিম তীরের কোনো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করলে স্থানীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করা হবে।
ফিলিস্তিনের রাস্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানের হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে। এছাড়া একই সময়ে পশ্চিম তীরের হেবরন শহরে অভিযান চালিয়ে গাজা উপত্যকার ৪০ জন শ্রমিকসহ ৫৯ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এর পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা চলছে।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ধরপাকড় করছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত এক হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।