23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

দোয়া করেন, যাতে কাল টসে জয় লাভ করি: সাকিব

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাপমাত্রা বড় একটা সমস্যা হতে পারে দুই দলের জন্যই। যে কারণে এই ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ। টস জিতে আগে ব্যাটিং নেওয়ার সুযোগ পাওয়ার জন্য সমর্থকদের দোয়া করতে বললেন সাকিব আল হাসান।

আজ সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানেই অধিনায়কের চাওয়া টস ভাগ্য যেন বাংলাদেশের সঙ্গেই থাকে। তিনি বলেন, ‘দোয়া করেন, যাতে কাল টসে জয় লাভ করি।’

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে সাকিব বলেন, ‘কালকের ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ উঁরুতে চোট পেয়েছিলেন সাকিব। এরপর গেল দিন দশেক বিশ্রামের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন। তবে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে খেলেননি বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল তার।

তবে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেই জানালেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি। সাকিব বলেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।’