23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে দূররে সামাদ রহমানের ২০ তম মৃত্যুবার্ষীকি পালিত

Share

স্টাফ রিপোর্টার:
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর সহধর্মিণী বেগম দূররে সামাদ রহমান এর ২০ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে প্রয়াত মন্ত্রীর বাসভবন বাহারমর্দানে এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। কবর জিয়ারত, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বাহারমর্দান জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
এসময় প্রয়াত মন্ত্রীর জ্যেষ্ঠপুত্র মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, মন্ত্রীর ভাই ফয়সল আহমদ, বদরুল আলম, জেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ,মো.হেলু মিয়া,ফয়সল আহমেদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সেক্রেটারি এড আবদুল মতিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মারুফ আহমেদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা ওলামাদলের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল হাকিম,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক কাজল মাহমুদ,জেলা যুবদলের সহ সভাপতি জিল্লুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।