19 September 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মার্কিন রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুলের বৈঠক

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এ বৈঠক হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে। বৈঠকটি দুপুর পৌনে ১টায় শুরু হয়ে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে ডেপুটি কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) অর্টরু হাইনেস উপস্থিত ছিলেন। তবে, মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির অন্য কোনো সদস্য ছিলেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, আগেও কয়েক দফায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন পিটার ডি হাস। তার বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ আছে। একের পর এক বিতর্কিত মন্তব্য এবং কাজের মধ্য দিয়ে তিনি সমালোচিতও হয়েছেন।