12 January 2025

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাকরির জন্য মা না হওয়ার শর্ত বাতিল করল

Share

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদে নিয়োগের জন্য অন্তঃসত্ত্বা হওয়া যাবে না—এমন শর্তটি অবশেষে বাতিল করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। গতকাল বুধবার এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে অধিদপ্তরটি।
অফিস আদেশে বলা হয়েছে, পরিবারকল্যাণ পরিদর্শিকা পদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলির ক্রমিক ৭–এ উল্লেখিত ‘চূড়ান্তভাবে কৃতকার্য প্রশিক্ষণার্থীগণকে যোগদানের পূর্বে সিভিল সার্জন কর্তৃক গর্ভবতী নয় মর্মে সনদপত্র দাখিল করতে হবে (গর্ভবতী হলে তাঁর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে)’ শর্তটি বাতিল করা হলো।
এ পদের চাকরিতে নিয়োগ পাওয়ার অন্যতম শর্ত যেহেতু নিয়োগের সময় অন্তঃসত্ত্বা থাকা যাবে না, তাই চাকরির আশায় নারী প্রার্থীরা গর্ভধারণের প্রক্রিয়ায় যেতে পারছেন না।
নাম প্রকাশ না করার শর্তে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়োগের সময় অন্তঃসত্ত্বা হওয়া যাবে না—এমন শর্তটি বাতিল করা হয়েছে। শর্তটি বাতিল করে অফিস আদেশ জারি করা হয়েছে।