23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশেষ অফার ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে

Share

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে গ্রাহকদের খেলা দেখার আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে বেশ কয়েকটি ডাইনিং, লাইফস্টাইল, হোম গুডস ও ইলেকট্রনিকস ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।
পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে ক্রিকেট ম্যাচ উপভোগ করার মজাই আলাদা। সেই অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলতে জনপ্রিয় কফি হাউস ক্রিমসন কাপের ১০টি আউটলেটে ম্যাচ স্ক্রিনিং করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ক্রিকেট বিশ্বকাপজুড়ে গ্রাহকেরা ক্রিমসন কাপে বাই ওয়ান গেট ওয়ান অফারে কফি উপভোগ করতে পারবেন। এ ছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড শহরের বিভিন্ন রেস্তোরাঁয় ফটো বুথ স্থাপন করবে এবং সেসব রেস্তোরাঁয় থাকবে শতকরা ২০ ভাগ ডাইনিং ডিসকাউন্ট। ক্লায়েন্টদের জন্য আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দিচ্ছে ক্যাশ লেস বিভিন্ন ছাড় এবং সুবিধা, যা ক্লায়েন্টদের কেনাকাটার অভিজ্ঞতাকে দ্রুত, সহজ ও সুবিধাজনক করে তুলবে। এ ছাড়া, থাকবে ব্যাংকের নির্দিষ্ট ১১টি পার্টনার ও খুচরা দোকান থেকে ডিসকাউন্ট, ক্যাশব্যাক অফার এবং জিরো পারসেন্ট ইএমআই-তে টেলিভিশনের মতো ইলেকট্রনিক পণ্য কেনার সুযোগ।