23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হলো ইউনিয়ন বিডি কনজুমারের

Share

বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইউনিয়ন বিডি কনজুমার লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স-২০২২ হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো. জাফর ইমামসহ সব ডিরেক্টর, শেয়ার হোল্ডার ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সেরা বিক্রেতাদের মধ্যে বেস্ট সেলস অ্যাচিভার অ্যাওয়ার্ড ও পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন বিডি কনজুমার লিমিটেডের বর্তমান কার্যক্রম ও ভবিষত সেলস কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
কনফারেন্সে অংশ নেওয়া সবার জন্য কালচারাল প্রোগ্রাম ও রাফেল ড্রয়ের আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।