22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

আউটফিল্ড নিয়ে আমি খুশি: হেরাথ

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্র পৃষ্ঠ থেকে ৪৭৯০ ফিট উঁচুতে ব্যাট-বলের লড়াই। প্রকৃতি তার সব সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে! পৃথিবীর সুন্দরতম ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটা ধরা হয় ধর্মশালাকে। অথচ বিশ্বকাপে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ আয়োজন করে সমালোচনার মুখে পড়েছে এই স্টেডিয়াম।

বাংলায় একটা প্রবাদ আছে, ভেতরে ফিট-ফাট, বাইরে সদর ঘাট! অনেকেই ধর্মশালার বাইরের সৌন্দর্য আর মাঠের আউট ফিল্ডকে এই প্রবাদ দিয়েই ব্যখা করছেন! এতসব সমালোচনার মধ্যেও অবশেষে একজনকে পাশে পেল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আউটফিল্ড নিয়ে নিজের প্রতিক্রিয়ায় বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ বলেন, ‘আউটফিল্ড নিয়ে আমি খুশি।’

অবশ্য বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ হিসেবে প্রতিবেদন দিয়েছেন ম্যাচ অফিশিয়ালসরা। রোববার আইসিসির স্বাধীন পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাককিনসন নিজেই ছিলেন পরিদর্শক। তবে পরিদর্শন শেষে আউটফিল্ডকে ‘সন্তোষজনক’ আখ্যা দিয়েছেন তিনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, আম্পায়াররা মাঠের কন্ডিশন ‘বিপজ্জনক অথবা অযৌক্তিক’ মনে করলে ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করে ম্যাচ সাসপেন্ড বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। এ ক্ষেত্রে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবেন আহসান রাজা ও পল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্বে জাভাগাল শ্রীনাথ।

বাজে আউটফিল্ডের কারণে এ বছরের ফেব্রুয়ারিতে ভারত এবং অস্ট্রেলিয়া বোর্ডার–গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে ইন্দোরে স্থানান্তর করা হয়েছিল। এবারের বিশ্বকাপে বাংলাদেশের দুটিসহ মোট ৫টি রাখা হয়েছে ধর্মশালায়। অপর তিন ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকা–নেদারল্যান্ডস (১৭ অক্টোবর), ভারত–নিউজিল্যান্ড (২২ অক্টোবর) এবং অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড (২৮ অক্টোবর)।