23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

৪৭ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ব্রাহ্মণবাড়িয়ায়

Share

নানা আয়োজনে পালিত হলো ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজসেবক এ কে এম রফিকুল ইসলাম খায়ের মিয়ার ১০১ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ৪৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাজির হাটি এলাকায় খায়ের মিয়ার বাড়িতে (পীর বাড়ি) দিনব্যাপী কর্মসূচি হয়। এসব কর্মসূচির আয়োজন করে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
এই অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে জেলার পীরগাঁওয়য়ের ৩২ জন এবং কৃষ্ণনগরের ১৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক আন্দোলনের পুরোধা ও বিশিষ্ট সমাজসেবী দারু মিয়াকে মরণোত্তর সম্মাননা এবং হাজী গোলাম হোসেনকে (আবু মেম্বার) আজীবন সম্মাননা দেওয়া হয়।
কর্মসূচির মধ্যে ছিল শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার গণমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম রফিকুল ইসলাম খায়ের মিয়ার সন্তান মার্শাল হুসাইন প্রমুখ।
সম্প্রতি মাদার ল্যাংগুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সঙ্গে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে আওতাধীন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনের একটি সমঝোতা চুক্তি হয়েছে।