19 October 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

৪০ ইসরায়েলি হামাসের হামলায় নিহত

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় কমপক্ষে ৪০ ইসরায়েলি নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছে।এছাড়া ইসরায়েলের বহু সেনাকে আটক করা হয়েছে দাবি করেছে হামাসের সবচেয়ে চৌকস ইউনিট আল-কাসেম ব্রিগেড।

আল-কাসেম ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে তারা দাবি করেছে, জীবিত অবস্থায় ইসরায়েলি সেনাদের গাজায় ধরে এনেছে তারা।

ইসরায়েলে হামাসের এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। হামাস শনিবার শুরু করা এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন আল আকসা ফ্লাড।’

ইসরায়েলে হামলার কারণ জানিয়ে হামাস বলেছে, ‘দখলদার ইসরায়েলিদের সকল অপরাধ অবসানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কোনো বিচার ছাড়া তাদের তাণ্ডব চালানোর সময় শেষ।’

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে। ‘আমরা প্রথম ২০ মিনিট গুলি করেছি। তারপর পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছি।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা দিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ‘অপারেশন আয়রন সোর্ডস’ শুরু করেছে।

ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি আরব।