23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার: ফখরুল

Share

খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার: ফখরুল
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে ফখরুল মিথ্যাচার করছেন’—আইনমন্ত্রী আনিসুল হকের এমন অভিযোগের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘৪০১ ধারায় পরিষ্কার বলা আছে—সরকার, সরকার, সরকার। তার (সরকার) ক্ষমতা আছে শাস্তি মওকুফের, সাময়িকভাবে স্থগিতের। দণ্ড মাফ করে বিদেশে যাওয়ার ব্যবস্থা করার। মূল উদ্দেশ্য খালেদা জিয়াকে হত্যা করা। আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক পেশাজীবী কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘তলে তলে আপস হয়ে গেছে’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের মর্মার্থ পরিষ্কার করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘আজকে এত বেশি তারা (সরকার) ভীত হয়েছে, এত বেশি হতবুদ্ধি হয়ে গেছে যে—এখন তাদের সাধারণ সম্পাদক বলছেন, ভয় নাই, ভয় নাই, তলে তলে আপস হয়ে গেছে।’

‘আমরা আছি দিল্লি আছে, দিল্লি আছে আমরাও আছি’—ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, ‘আমার প্রশ্ন তাঁর (ওবায়দুল কাদের) কাছে। তিনি কী বলতে চেয়েছেন? দিল্লি কি আপনাদের অপকর্মগুলো জানিয়ে দিয়েছে যে—এভাবেই করতেই থাক, দরকার নাই নির্বাচনের। দিল্লি কি বাংলাদেশে জোর করেই নির্বাচন ঘোষণা করে দাও বলেছে। তাহলে সেটা পরিষ্কার করে বলেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘তাহলে স্বীকার করলেন এখন পর্যন্ত ভয়েছিলেন। আপস হয়েছে কি হয়নি, সেটা আপনারা বললেন। আপনাদের মতো মিথ্যা কথা তো পৃথিবীতে কেউ বলতে পারে না। এর আগে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আলোচনা হয়েছে। অথচ আলোচনা হয়নি। ছবি তোলার জন্য কীভাবে দৌড়াদৌড়ি করেছে, সেটা সবাই জানে।’

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য অশ্লীল হলেও সেখানে কিছু সত্য বেরিয়ে এসেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের দখলদার অবৈধ প্রধানমন্ত্রী, লন্ডনে তিনি যে বক্তব্য রেখেছেন, তাঁর সেই অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্যের মধ্যেও কয়েকটা সত্য কথা বেরিয়ে এসেছে। সেই সত্য কথার মধ্যে একটা কথা হচ্ছে—এই দেশে যা কিছু ঘটে, তাঁর ইঙ্গিতেই ঘটে, তাঁর নির্দেশেই ঘটে। দেশনেত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ব্যাপারে তিনি যে বক্তব্য রেখেছেন, সেখান থেকে এটা স্পষ্ট এই দেশে বিচার বিভাগের কোনো প্রয়োজন নাই, এই দেশে ক্যান্টনমেন্ট বোর্ডের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নাই, তাঁর সিদ্ধান্তই হচ্ছে সিদ্ধান্ত। পুরো বিষয়টাই হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা, ভয়ংকর রকমের একটা ঔদ্ধত্য এবং একটি ধারণা যে এ দেশটি হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি। আমি ছাড়া এখানে আর কেউ নেই। আজকে শেখ হাসিনা অদ্বিতীয় হয়ে গেছেন। উনি ছাড়া আর কেউ নাই।’

ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থায় যারা এই ধরনের উক্তি করে, যারা এই ধরনের রসিকতা করে, তাদের জনগণ ধিক্কার দিচ্ছে। খালেদা জিয়া আমাদের কাছে অনুপ্রেরণা, আমাদের বাতিঘর। আজকে তিনি মৃত্যুশয্যায় বলা যেতে পারে। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই। কোনো শর্ত মেনে নিয়ে আমি কোথাও যাব না।’