23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

হেসেখেলে হংকংকে উড়িয়ে সেমিতে পাকিস্তান

Share

হেসেখেলে হংকংকে উড়িয়ে সেমিতে পাকিস্তান
এশিয়ান গেমস ক্রিকেটে আজ দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে দুইরকম। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত-নেপাল ম্যাচ হয়েছিল হাইস্কোরিং। পরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হয়েছে কিছুটা একপেশে। হংকংকে ৬৮ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
১৬১ রানের লক্ষ্যে শুরুতেই উইকেট হারায় হংকং। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হংকং ওপেনার মুহাম্মদ খানকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস। ১.৫ ওভারে হংকংয়ের স্কোর তখন ১ উইকেটে ১০ রান। এরপর উইকেটে আসেন বাবর হায়াত। হংকংয়ের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে অধিনায়ক নিজাকাত খান ও শিব মাথুরের সঙ্গে ১৯ রান ও ২৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রেখেছেন বাবর।