23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিমান হামলা ইসরাইলের গাজায়

Share

ফিলিস্তিনের গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক পোস্ট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।

এতে বলা হয়, ইসরাইল মঙ্গলবার বলেছে— তাদের বাহিনী পূর্ব গাজা উপত্যকায় হামাসের তিনটি সামরিক পর্যবেক্ষণ পোস্টে বোমা হামলা করেছে।

ইসরাইলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া এক্স-এ (আগের টুইটার) এক বিবৃতিতে বলেছে, তারা বুরেইজ এবং জাবালিয়া এলাকায় দুটি সামরিক পোস্টে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আরেকটি পৃথক ড্রোন গাজার নিরাপত্তা বেড়ার কাছে হামাসের আরেকটি পোস্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহত কিংবা ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের কয়েক দিন পর বোমা হামলার ঘটনা ঘটল। ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের ঘটনা প্রায়ই ইসরাইলি বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে পরিণত হয়।