23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

আল জাজিরার যে তালিকায় তামিম

Share

আল জাজিরার যে তালিকায় তামিম

২০২৩ বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণার সর্বশেষ সময় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছিল আইসিসি। তাতে ১০ দল বিশ্বকাপের জন্য ১৫ ক্রিকেটার বেছে নিতে অনেক সময় পেয়েছে। অনেক কাঁটাছেড়া, বিচার-বিশ্লেষণ করে তারা দল ঘোষণা করেছে ঠিকই। তবে অনেক তারকা ক্রিকেটার বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি। চোটসহ নানা কারণে খেলা হচ্ছে না আইসিসির এই মহাগুরুত্বপূর্ণ ইভেন্টে।
এবারের বিশ্বকাপে খেলছেন না এমন পাঁচ তারকা ক্রিকেটারের তালিকা করেছে আল জাজিরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যমের এই পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন তামিম ইকবাল। গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে জায়গা হয়নি তামিমের। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতের বিমান ধরার পর তামিম নিজের ফেসবুক পেজে ১২ মিনিটের ভিডিও ছেড়েছেন। তামিম ইস্যুতে এরপর হয়েছে অনেক সমালোচনা।