
ফটোনিউজবিডি ডেস্ক:
শেষ চার ম্যাচে তিন অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটে কিছুটা পরীক্ষার মধ্য দিয়েই যাচ্ছে, সেটা বোঝাতে এই একটা লাইনই হয়ত যথেষ্ট। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ২য় ম্যাচে অধিনায়ক ছিলেন লিটন কুমার দাস। তৃতীয় ম্যাচে এসেছেন নাজমুল হোসেন শান্ত। এরপর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দেখা গিয়েছে মেহেদি হাসান মিরাজকে।
বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আবার অধিনায়কের ভূমিকায় ফিরেছেন নাজমুল শান্ত। মূল অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্রাম আর চোটজনিত কারণেই মূলত অধিনায়কের পদে এত রদবদল। কিউইদের বিপক্ষে ছিলেন না সাকিব বিশ্রামের কারণে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফেরার কথা থাকলেও তা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেরদিন ফুটবল খেলতে গিয়ে চোট পান টাইগার দলপতি।
এদিন গুয়াহাটিতে টস সেশনে জস বাটলারের পাশে দেখা গিয়েছে ইনজুরিফেরত এই ব্যাটারকে। টস জিতে এদিন ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টপ অর্ডারের দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগাররা। যদিও গোড়ালির ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষে ম্যাচেও নেই তিনি। তবে টস চলাকালে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পুরোপুরি ফিট সাকিব।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী ৭ তারিখ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের পর সেই ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন সাকিব।
বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।