23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

কলাগাছের সুঁতা দিয়ে শাড়ি তৈরি

Share

স্টাফ রিপোর্টার:
কলাগাছের সুঁতা দিয়ে ঐতিহ্যবাহী শাড়ি তৈরি বিষয়ক ২০দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজনে ২০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: মফিজুর রহমান।
উদ্যোক্তা ও তাঁত প্রতিনিধি মো: রবিউল ইসলাম রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারি মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী, প্রশিক্ষক সালেহা বেগম ও কলাগাছের সুঁতা দিয়ে ঐতিহ্যবাহী পোশাক তৈরি উদ্ভাবক রাধাবতী দেবী ।
প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তোলে দেন।