ফটোনিউজবিডি ডেস্ক:
মাঠের বাজে পারফর্ম, আর মাঠের বাইরে বিতর্ক। সাকিব আল হাসানের বাংলাদেশ দলের অবস্থা খুব একটা ভাল যাচ্ছেনা বলাই যায়। জাতীয় দলের নতুন মুখের প্রায় সকলেই মোটা দাগে ব্যর্থ হয়েছেন। এমন অবস্থায় বারবারই ঘুরেফিরে আসছে মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গ। বিশ্বকাপ কিংবা তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এই ক্রিকেটারকে দলে দেখতে আগ্রহী সকলেই।
অধিনায়ক সাকিবও যেন সায় দিলেন মাহমুদউল্লাহ ইস্যুতে। গতকাল কলোম্বোতে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘সবারই সুযোগ আছে। কারণ আমাদের বেশীরভাগ ক্রিকেটারই এশিয়া কাপ খেলছে। তাদের পর্যাপ্ত বিশ্রাম থাকতে হবে। যারা বিশ্বকাপের দলে নিশ্চিত, আমি মনে করি তাদের বিশ্রামের প্রয়োজন আছে। কারণ সামনে অনেক দিন খেলা, বিশ্বকাপে নয়টি ম্যাচ, প্রস্তুতি ম্যাচ দুটি, অনেক ভ্রমণও করতে হবে।’
‘আর ইনজুরি আমরা নিতে পারব না। আমাদের বেঞ্চে এমন শক্তিশালী কেউ নেই যে কেউ ইনজুরিতে পড়লে তার জায়গায় সহজেই আরেকজনকে নিতে পারব। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সবাই যেন ফিট থাকে, সুস্থ থাকে; তাহলে যেন আমরা এভেইলঅ্যাবল ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই করতে পারি।’-যোগ করেন সাকিব।
দলের বর্তমান ব্যাটিং অবস্থা নিয়ে অবশ্য চিন্তিত সাকিব, ‘আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার। যদিও এশিয়া কাপে দু–তিনবার ফাইনাল খেলেছি, তবে জিতলে আরও ভালো হতো। গত ছয় মাসে আমাদের ব্যাটিং খারাপ হচ্ছে। ধারাবাহিকভাবেই নিচের দিকে যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। আসলে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু যখনই রিয়েলিটি চেকটা হয়, তখন কিন্তু আমরা ব্যর্থই হয়েছি। এটা ভালো যে বিশ্বকাপের আগে আগে এই টুর্নামেন্টটা হয়েছে। সবাই অবশ্যই চিন্তা করবে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়।’