22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম শাহাদত বার্ষিকী পালিত

Share

স্টাফ রিপোর্টার:
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর ১৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তাঁর রাজনৈতিক সংগঠন বিএনপি।
এ উপলক্ষে মঙ্গলবার স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরান খতম, মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো, বাদ যোহর মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের পুত্র বিএনপির নির্বাহী সদস্য, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান সহ পরিবারের সদস্য, স্মৃতি পরিষদ ও বিএনপির নেতৃবৃন্দ।
এ ছাড়াও দলীয়ভাবে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা শাহাদত বার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় মিলাদ মাহফিল, দোয়াসহ নানা কর্মসূচী পালন করেন।
পৃথক ভাবে বিকেলে সদর উপজেলার নিতেশ্বর এলাকায় অবস্থিত পাঁচ তারকা মানের দুসাই রিসোর্টের সামনে এম সাইফুর রহমান স্মৃতি যাদুঘরের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়।