23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

গ্যাবনের ক্ষমতা নেওয়া সেনাপ্রধান নিলেন প্রেসিডেন্টের শপথ

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনাপ্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। সোমবার শপথ গ্রহণের পর দেওয়া এক ভাষণে ‘অবাধ ও স্বচ্ছ’ নির্বাচনের পর বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির এই সামরিক জান্তা।

তবে কবে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তা জানাননি তিনি। এর আগে, গত বুধবার অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন ব্রাইস ওলিগুই এনগুয়েমা। দেশটির বিতর্কিত নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই প্রেসিডেন্ট বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন তিনি।

অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ায় দেশটির হাজার হাজার বেসামরিক নাগরিক রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। এছাড়া সেনাপ্রধান ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেন তারা।

তবে দেশটির অনেক নাগরিক জেনারেল এনগুয়েমার ক্ষমতা গ্রহণকে বঙ্গোর ৫৫ বছরের বংশীয় পরম্পরার শাসনব্যবস্থার মতোই হবে বলে মন্তব্য করেছেন।

আলী বঙ্গোর বাবা ওমর গ্যাবনের ক্ষমতায় ছিলেন প্রায় ৪১ বছর। ২০০৯ সালে মারা যান তিনি। তার মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন আলী বঙ্গো।

দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই বঙ্গোর ঘনিষ্ঠ বৃত্তে কাটিয়েছেন। এমনকি দেশটিতে অনেকেই তাকে আলী বঙ্গোর চাচাতো ভাই বলেও মনে করেন।

সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী লিব্রেভিলের প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীরাও হাজির হয়েছিলেন।

পশ্চিম ও মধ্য আফ্রিকাজুড়ে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঘটনা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত বুধবার গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গোকে হটিয়ে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছে।

অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়নে (এইউ) গ্যাবনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। জাতিসংঘ, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ গ্যাবনে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের নিন্দা জানিয়েছে।

সূত্র: বিবিসি, এএফপি।