23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

এশিয়া কাপে আমরা ধারাবাহিক: সাকিব

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল (বৃৃহস্পতিবার) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচ শুরুর একদিন আগে আজ (বুধবার) ক্যান্ডিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। সেখানে নিজেদের ব্যাটিং অর্ডারের প্রশ্নে জবাবটা দিয়েছেন ঘুরিয়ে। এরপর লঙ্কানদের বিপক্ষে পরিকল্পনার কথাও জানিয়েছেন।

প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পজিশনটা কেমন হবে, এমন প্রশ্নে সাকিব বলছিলেন, ‘এখন আসলে যদি পরিকল্পনা থাকে সেটা আপনাকে বলতে পারব না। এই হচ্ছে কথা। অবশ্য আমাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের ব্যাকআপ ক্রিকেটার যারা আছে তাদেরকে দেখার একটি সুযোগ। নতুন যারা আসবে তাদের জন্য ভালো কিছু করার একটা সুযোগ থাকবে।’

গত এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। তবে চলতি আসরের আগে টাইগার অধিনায়ক সাকিব দেখছেন দুই দলের সামনেই সমান সুযোগ, ‘আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো খেলবে তারা জিতবে। দুই দলেরই শক্তি, দুর্বলতা একইরকম। তাই দুই দলের জন্যই সমান সুযোগ আসলে।’

এশিয়া কাপ শেষেই অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে বিশ্বকাপের আসর। আর বিশ্বকাপের আত্মবিশ্বাস এই এশিয়া কাপ থেকেই নিতে চান অলরাউন্ডার সাকিব, ‘এ আসরে ভালো করলে বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস পাওয়া যাবে।’ এছাড়া সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের সুরে সাকিব বলেন, ‘শেষ ৪-৫ টা এশিয়া কাপে ফাইনাল খেলছি, আমরা ধারাবাহিক।’