22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে সামাজিক সংগঠনের মানববন্ধন পুলিশের বাঁধা

Share

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মানুষের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজিত সম্মিলিত মানববন্ধনে বাঁধা দিয়েছে পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হ‌ওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকরা মানববন্ধনে আসলে পুলিশ বাঁধা দেয়। পরে মানববন্ধনে অংশগ্রহণ করা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা চলে যান।

সম্মিলিত সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজার সদরে ২৫০ শয্যা হাসপাতালটি চিকিৎসক পদশূন্য, রোগ নির্ণয়ের মেশিন নষ্ট, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার সাপ্লাই, ঔষধ না পাওয়াসহ সংকট ও সমস্যা, বিভিন্ন নার্স ও কর্মচারীদের সিন্ডিকেট গড়ে উঠা, রোগী ও তাদের স্বজনদের সাথে দুর্ব্যবহার, এসব অনিয়ম ও অব্যবস্থাপনায় নিয়ে আজ আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু আমরা মানববন্ধন করতে এসে দেখলাম পুলিশ এসে আমাদের বাঁধা দিচ্ছে। আমরা জানি না মূলত কি কারণে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিটি করতে দেয়া হলো না।

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) ইয়াসিন রাসেল বলেন, আমাদের উর্দ্ধতন অনুমতি না থাকায় তারা মানববন্ধন করতে পারে নাই। আমাদের তারা জানিয়েছেন সামনে অনুমতি নিয়ে মানববন্ধনের আয়োজন করবেন।