ফটোনিউজবিডি ডেস্ক:
আগের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে শিরোপার ট্রেবল ঘরে তুলেছিল ম্যানচেস্টার সিটি। তবুও নতুন মৌসুমেই দল ছাড়ার গুঞ্জন ওঠেছিল বার্নার্দো সিলভার। সেই দৌড়ে ছিল বার্সেলোনা ও পিএসজি। তবে সব জল্পনার অবসান হয়েছে, কোথাও যাচ্ছেন না সিলভা। উল্টো ম্যানসিটির সঙ্গেই তার ২০২৬ সাল পর্যন্ত থাকার চুক্তি হয়েছে।
অবশ্য এর আগে পেপ গার্দিওলার দলের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল এই পর্তুগিজ মিডমিল্ডারের। এরপর দলবদলের গুঞ্জনের মাঝেই ম্যানসিটি বুধবার এক বিবৃতিতে সিলভার সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে।
ফরাসি ক্লাব মোনাকো থেকে ২০১৭ সালের মে মাসে সিটিতে যোগ দেন সিলভা। পেপ গার্দিওলার দলের মাঝমাঠে নির্ভরযোগ্যদের একজন তিনি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে দুইশর বেশি ম্যাচ খেলে সিলভা ৩৩টি গোল করেছেন। গত মৌসুমে জেতা চ্যাম্পিয়ন্স লিগ এবং পাঁচটি প্রিমিয়ার লিগসহ তার অর্জন আরও বেশ কয়েকটি শিরোপা।
এবারই প্রথম নয়, এর আগে ২০২১-২২ মৌসুমের পর থেকেই সিলভার সিটি ছেড়ে দেওয়ার আলোচনা শুরু হয়। যা গার্দিওলার দল ট্রেবল জয়ের পর আরও জোরালো হয়ে ওঠে। এরপরই সিলভাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে পিএসজি ও বার্সেলোনার মতো দলগুলো। পরবর্তীতে সৌদি ক্লাব আল হিলালও পর্তুগিজ এই ফুটবলারকে বছরে ৮ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছিল।
মূলত ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা নিজেই জানিয়েছিলেন সিলভা। তবে বড় অঙ্কের প্রস্তাব সত্ত্বেও ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার নিজের ঘরকেই আবারও বেছে নিয়েছেন। সব ঠিক থাকলে আরও তিন মৌসুম তাকে ইংলিশ চ্যাম্পিয়নদের ডেরায় দেখা যেতে পারে।