22 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

রাশিয়াকে ইরানি ড্রোন না দেবার আহবান যুক্তরাষ্ট্রের

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আর রাশিয়াকে এসব ড্রোনের বেশিরভাগই যোগান দিয়েছে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ইরান। তাদের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি অনেকটাই দুর্বল করে দিয়েছে মস্কো।

আর এরমধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করে দেয়।

সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বুধবার (১৬ জুলাই) এক ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। ওই ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, ইরান যদি তাদের সঙ্গে উত্তেজনা প্রশমন করতে চায় এবং অলিখিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চায়— তাহলে যেন রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করে দেয়।

ইরানকে যুক্তরাষ্ট্রের এমন আহ্বান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বার্তাসংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কোনো পক্ষই।

এদিকে এমন সময় এ তথ্য সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই নিজেদের মধ্যে উত্তেজনা প্রশমন ও পারমাণবিক চুক্তি পুনরায় করতে আগ্রহ দেখাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মঙ্গলবার জানান, ‘ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি কমাতে ইরানের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবেন তারা।’

গত সপ্তাহে দুই দেশ বন্দি বিনিময় নিয়ে আলোচনা করে। ওই সময় এ নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী, ইরান পাঁচ মার্কিনিকে ছেড়ে দেয়। এর বদলে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার ছাড় করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স