23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মিরপুরে ফ্লাডলাইটে আগুন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

এশিয়া কাপের স্কোয়াড নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে রুদ্ধদ্বার অনুশীলন। গতকালের মতো আজ সোমবারও অনুশীলনে এসেছিলেন ক্রিকেটাররা। অনুশীলনের সময়েই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

মেঘলা আবহাওয়া থাকায় বিকাল চারটার দিকেও মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলছিল। তবে কিছুক্ষণ পরই দেখা যায় কিছু লাইট জ্বললেও বেশ কয়েকটা লাইটে আগুন। জানা গেছে শর্ট সার্কিটের কারণে এমনটা হয়েছে। এসময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষনিকভাবে ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়।

এরপর ক্রিকেটাররাও মাঠ ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। সমস্যা সমাধান করতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। ঘণ্টা খানেকেরও কম সময়ের মধ্যেই ফ্লাড লাইট সচল হয়ে যায়। ফলে আবারো ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে গেল শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে অতিরিক্ত নেওয়া হয়েছে আরও ৩ ক্রিকেটারকে। এই ২০ জনের মধ্যে লিটন দাস, সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন। এই দুইজন ছাড়া স্কোয়াডের বাকি সদস্যরা অনুশীলনে অংশ নিয়েছেন।