21 November 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে শীর্ষ কার চোর চক্র সদস্যদের ৮জন আটক

Share

স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারে তিনটি চোরাই প্রাইভেটকারসহ চুরির সাথে জড়িত আন্ত:জেলা ও আন্ত:বিভাগ চোরচক্রের দুই সদস্যসহ ০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এতথ্য নিশ্চিত করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।

তিনি বলেন, গত ১০ জুলাই কুলাউড়া পৌরসভার মধ্য মাগুরা এলাকার রাস্তা থেকে একটি সিলভার রংয়ের নিউ মডেল ২০০৬ জি-করোলা প্রাইভেটকার চুরি হয়। চুরি ঘটনার পর থেকেই মৌলভীবাজার জেলা পুলিশ চোরাই গাড়ি উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে পুরো সিলেট জোনে অভিযান শুরু করে। আজ ১ আগস্ট ভোরে প্রথমে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় গাড়ী চোর চক্রের সদস্যদের মধ্যে অন্যতম দুর্ধর্ষ গাড়ী চোর মৌলভীবাজার সদর থানাধীন গুজারাই গ্রামের জনৈক আলীম মিয়ার ছেলে শাহ আলম (২৭)কে আটক করা হয়। আটককৃত শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার বেড়িরচর এলাকা থেকে আন্তঃজেলা ও বিভাগ গাড়ী চোর মুহিবুর রহমান সিতুকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। শাহ-আলম ও মুহিবুর রহমান সিতুকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে সিতুর শশুর বাড়ী থেকে গত ১০ জুলাই কুলাউড়ার মধ্য মাগুড়া থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গাড়ি চুরি সংক্রান্ত মামলা হওয়ার পর থেকে গাড়ী উদ্ধার অভিযানের সময় আরোও ২টি চোরাই প্রাইভেটকার উদ্ধার ও চুরির সাথে জড়িত আন্তঃজেলার গাড়ী চোরচক্রকে আটক করা হয়।

তারা হলেন- সিলেট থেকে তোফায়েল মিয়াকে (২৬), আব্দুল আলীম (৩০) হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে মহিউদ্দিনকে (৩০) , মৌলভীবাজার সদর থেক জসিম মিয়া (৩৭), শমশেরনগর থেকে আবুল হোসেন (৩১) রাজনগর কয়েছ মিয়া (২৭)।