22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ক্রিকেটারদের প্রথমদিন যেভাবে কাটল মিরপুরে

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে আজ (সোমবার) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। ৩২ জন ক্রিকেটারের নাম থাকলেও দেশের বাইরে কিছু ক্রিকেটার থাকায় বাকিদের নিয়েই হয়েছে প্রথম দিনের কার্যক্রম। প্রথম দিনে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। যার মধ্যে ছিল রক্ত-চোখ-ইসিজির মতো পরীক্ষা।

আজ দুপুরে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস ক্যাম্প নিয়ে গণমাধ্যমে বলেন, ‘আমাদের চুক্তিবদ্ধ সব খেলোয়াড় এবং সম্প্রতি যারা জাতীয় দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে; তাদের সবাইকেই আসতে বলা হয়েছে। আজকে মূলত যে কাজটা, বেসিক মেডিকেল পরীক্ষা হচ্ছে। রক্ত, চোখ পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্টগুলো আজকে করা হচ্ছে। আগামীকাল ও পরশু গ্রুপ করে করে হাড় ও মাসেলের কী অবস্থা এই পরীক্ষাগুলো করা হবে।’

‘স্বাভাবিকভাবে এই পরীক্ষাগুলো আমরা বছরে একবার করার চেষ্টা করি। স্বাভাবিকভাবে যখন হাই পারফফরম্যান্সের ক্যাম্প শুরু হয়, তখন তারা করে। জাতীয় দলের ক্যাম্প যখন শুরু হয়, তখন তারা করে। টাইগার্সের ক্যাম্পে তারা করে। এবার সবগুলো একসঙ্গে করা হচ্ছে।’

নাফিস আরো বলেন, ‘বাড়তি সতর্কতা না। এটা রেগুলার প্রসিডিউর। এবার দৃশ্যমান হচ্ছে কারণ এগুলো সব একসঙ্গে করা হচ্ছে। বয়সভিত্তিক ক্রিকেটেও এগুলো নিয়মিত হয়। মেডিকেল বিভাগের সঙ্গে কথা হচ্ছিল, বছরে একবার হলে ভালো; দু বছরে হলেও সমস্যা নেই।’

এদিকে ৩২ জনের ক্যাম্পে জায়গা পাননি ঘরোয়াতে ভালো করা এনামুল হক বিজয়। জাতীয়ে দলের বৃহৎ এই ক্যাস্পে ডানহাতি এই ক্রিকেটারের না থাকা সিলেক্টর টিম ম্যানেজমেন্টের আওতায় বলে জানালেন নাফিস, ‘দেখুন কাকে ডাকা হবে আর কাকে ডাকা হবে না এটা সম্পূর্ণ সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। বিষয়টি তাদের আওতার মধ্যে পড়ে। সুতরাং এ ব্যাপার যেহেতু আমার আওতার মধ্যে না, দায়িত্বও না সুতরাং এ ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না এবং বলতে চাচ্ছি না।’