23 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিএনপি`র জনসমাবেশ শুরু

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে জনসমাবেশের আয়োজন করেছে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টার দিকে শুরু হয়েছে জনসমাবেশ।

সোমবার (৩১ জুলাই ২০২৩) সোহরাওয়ার্দী উদ্যানের অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন বিএনপি মহানগরের সদস্য হাজী মো. ইউছুফ।

মঞ্চে একের পর এক বিএনপি নেতারা বক্তব্য রাখছেন। জনসমাবেশের সভাপতি বিএনপি মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ বিএনপির হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।