22 December 2024

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

বিশ্বকাপে বাংলাদেশের আম্পায়াররা থাকবেন

Share

ফটোনিউজবিডি ডেস্ক:

এশিয়া কাপের গেল আসরে বাংলাদেশ থেকে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছিলেন গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপের আরেকটি আসর। আগামী ৩১ আগস্ট থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট।

গত আসরের মতোই এবারো বাংলাদেশের ২ জন আম্পায়ার এশিয়া কাপে থাকবেন। তবে এখনও সেটা নিশ্চিত নয়। তবে এ ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

তিনি বলেন, ‘তারা তো মাত্র দিনক্ষণ ঠিক করেছে। যেহেতু গতবার আমাদের দুজন আম্পয়ার নিয়েছে দুজনই সফলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে। তাদের নিয়ে কোনো অভিযোগ নেই, কিছু নেই। আমরা আশা করছি, ৯০ ভাগের মতো নিশ্চিত আবার আমাদের দুজন আম্পায়ার যাবে এশিয়া কাপে।’

মিঠুর বিশ্বাস বিশ্বকাপেও বাংলাদেশের আম্পায়াররা সুযোগ পাবেন, ‘বিশ্বকাপ খুবই নিকটে। আশা করছি সেখান থেকেও প্রস্তাব আসবে। সাধারণত হয় কি ইমার্জিংয়ের ৫জন ও এলিট প্যানেলের ১২ জন মিলে কিন্তু ১৫ জন/১৬ জন (আম্পায়ার) নেয়। ওখানেও আমরা ৯০ ভাগ নিশ্চিত, সৈকতের যে পারফরম্যান্স, আমার মনে হয় বিশ্বকাপেও আমরা আশাবাদী হতে পারি।’