স্টাফ রিপোর্টার:
‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’- এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৩ জুলাই) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে রোববার সকাল ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণে থেকে একটি র্যালী বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আব্দুল হক।
বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ অফিসের উপ-পরিচালক ডা. আব্দুস সামাদ, বিআরটিএ-এর সহকারী পরিচালক হাবিবুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মানিক দেবনাথ প্রমুখ।
এতে জেলা প্রশাসন ও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে অনুষ্ঠানে এলএ চেক, পরচা, পাসপোর্ট, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রদান করা হয়।
জনগণের দোর গোড়ায় প্রশাসনের সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তা-কর্মচারীরা।